ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন রিমান্ডে

প্রকাশিত: ০৮:৫৭, ১১ জুলাই ২০১৮

কোটা আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনসহ তিনজনকে দুই মামলায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আদেশে তিনজনকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র তরিকুল ইসলামকে ছাত্রলীগের কর্মীরা ধরে মারধর করে গত ২ জুলাই পুলিশে সোপর্দ করে। ভিসির বাসভবনে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার তাকেও সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। তরিকুল অসুস্থ থাকায় মঙ্গলবার আদালতে হাজির করা হয়নি। ১৭ জুলাই তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। তার উপস্থিতিতে রিমান্ডের শুনানি হবে। ফারুক হোসেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক; আকাশ ও মশিউর আন্দোলনের কর্মী। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। আসামিদের উপস্থিতিতেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে শুনানি হয়। আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ভিসির বাসভবনে ভাংচুরের মামলায় জসিম উদ্দিন ও মশিউরকে দুইদিন করে এবং শাহবাগ এলাকায় গাড়ি ভাংচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার একটি মামলায় ফারুক হোসেনকে রিমান্ডে নেয়া হয়। ফারুক হোসেনসহ তিনজনকে গত ২ জুলাই গ্রেফতার করা হয়। পরের দিন তাদের কারাগারে পাঠানো হয়। গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে ভাংচুর ও শাহবাগ এলাকায় গাড়ি ভাংচুরসহ পুলিশের ওপর হামলার ঘটনায় গত ১০ এপ্রিল শাহবাগ থানায় মোট চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে করে তিন মামলা। আর উপাচার্যের বাসভবনে ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে আরও একটি মামলা হয়। কোন মামলাতেই আসামিদের নাম উল্লেখ করা হয়নি। ভিসির বাসা ও গাড়ি ভাংচুরের মামলায় কোটা আন্দোলনের নেতা রাশেদ খানকে ইতোমধ্যে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তির একটি মামলায় গত রবিবার তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
×