ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনরিকের হাতেই লা রোজাদের ভবিষ্যত

প্রকাশিত: ০৭:০৪, ১১ জুলাই ২০১৮

এনরিকের হাতেই লা রোজাদের ভবিষ্যত

স্পোর্টস রিপোর্টার ॥ এ পর্যন্ত ২০টি বিশ্বকাপের আসরে যে আটটি দেশ শিরোপা জিতেছে তাদের মধ্যে সর্বশেষ নতুন দেশ স্পেন। তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ আসরে। সেই দলটি চলমান রাশিয়া বিশ্বকাপে বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই, স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে। গত ২০১৪ আসরের সঙ্গে তুলনা করলে অবশ্য এবারের পারফর্মেন্স ভালই ছিল ‘লা রোজা’দের। কেননা আগেরবার তারা বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকেই। অনেকেই বলছেন রাশিয়া বিশ্বকাপে স্প্যানিশ দলের এমন বিপর্যয়ের জন্য দায়ী ফুটবলাররা নন, দেশটির ফুটবল ফেডারেশন প্রধান। কেননা আসার মাত্র ২৪ ঘণ্টা আগে নিয়মিত কোচ হুলেন লোপেতেগুইকে বহিষ্কার করা হয়। ৫১ বছর বয়সী হুলেনের অপরাধ একটিইÑ ফেডারেশনকে অবহিত না করেই তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন বছরের চুক্তি করেন। ওই পরিস্থিতিতে দ্রুত নতুন কোচ হিসেবে ফেডারেশন ঘোষণা করে ফার্নান্দো হিয়েরোর নাম। স্পেন জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার পালন করেন অন্তর্র্বর্তীকালীন কোচের দায়িত্ব। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ছিলেন হিয়েরো। গত ২৭ নবেম্বর থেকে স্পেন জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টরের পদে ছিলেন। আশঙ্কা করা হচ্ছিলÑ বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে নতুন কোচ আসায় তার সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারবেন খেলোয়াড়রা? তারা যে পারেননি, সেটা স্পেনের বিদায়েই প্রমাণিত। ইতোমধ্যেই স্পেন দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন হিয়েরো, এমনকি স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বেও ফিরছেন না আর। সর্বশেষ সমাচারÑ বার্সিলোনার সাবেক কোচ লুইস এনরিকেকেই রামোস-কোস্তাদের নতুন কোচ বানানো হয়েছে। যদিও তালিকায় ছিলেন বেলজিয়ামের রবার্তো মার্টিনেজ, লিভারপুলের সাবেক কোচ রাফায়েল বেনিতেজ, স্পেনের সাবেক খেলোয়াড় মিচেল, বার্সার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজও। ২০১৭ সালে বার্সিলোনার দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকে কর্মহীন ছিলেন ৪৮ বছর বয়সী এনরিকে। স্পেনের হয়ে তিনটি বিশ্বকাপ ও ইউরো খেলা এনরিকের কোচিং ক্যারিয়ার শুরু বার্সার ‘বি’ দলে। ইতালির ক্লাব রোমায় ছিলেন এক বছর। কোচ হিসেবে সবচেয়ে সফলতা পেয়েছেন বার্সায় এসে। তিন বছরে বার্সাকে এনে দিয়েছেন ৯টি ট্রফি। যার মধ্যে আছে একটি চ্যাম্পিয়ন লীগের ট্রফিও। তার অধীনে বার্সা ১৮১ ম্যাচ খেলে জেতে ১৩৮টিতেই। ড্র করে ২২ এবং হারে ২১ ম্যাচে। সাফল্যের হার ৭৬.২%।
×