ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোটেলে মরা মুরগি

প্রকাশিত: ০৬:৫৭, ১১ জুলাই ২০১৮

হোটেলে মরা মুরগি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর মুরাদপুর এলাকার একটি হোটেল থেকে মরা মুরগি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কমদামে সংগ্রহ করে বেশিদামে বিক্রির উদ্দেশে এই অনৈতিক কাজ করছিল অসাধু হোটেল মালিক। মঙ্গলবার দুপুরে হোটেলটিতে অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিরিন আখতার। জানা যায়, মুরাদপুরের ‘হোটেল জামান’ এর রান্নাঘর থেকে মরা মুরগিগুলো উদ্ধার করা হয়। দোকানের কর্মকর্তা কর্মচারীরাও স্বীকার করেন যে, বেশি লাভের জন্য তারা মরা মুরগি সংগ্রহ করেছিলেন। ভ্রাম্যমাণ আদালত হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ জুলাই ॥ নাটোরে দুটি স্থানে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া নাটোর-বগুড়া মহাসড়কের সংযোগস্থল এবং শহরের বনবেলঘড়িয়া বাইপাসে স্থাপিত ম্যুরাল দুটির উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী শাহ মোহাম্মাদ আসিফসহ অন্যরা উপস্থিত ছিলেন। নাটোর জেলা পরিষদের অর্থায়নে দিঘাপতিয়ার নাটোর-বগুড়া মহাসড়কের সংযোগস্থলের ম্যুরাল নির্মাণে ১৮লাখ এবং বনবেলঘড়িয়া বাইপাসে ১০লাখ টাকা ব্যয় করা হয়েছে।
×