ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বিদ্যুতস্পৃষ্টে দম্পতির মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৭, ১১ জুলাই ২০১৮

জয়পুরহাটে বিদ্যুতস্পৃষ্টে দম্পতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১০ জুলাই ॥ জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মুরগির খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাংতা গ্রামের আব্দুল আজিজের পুত্র মজিবর রহমান (৫০) ও তার স্ত্রী কারিমা খাতুন (৪২)। নিহতদের প্রতিবেশীরা জানায়, শেয়ালের হাত থেকে মুরগি রক্ষার জন্য খামারের বেড়ায় বিদ্যুত সংযোগ দিয়ে রেখেছিলেন ওই দম্পত্তি। মঙ্গলবার দুপুরে কোন এক সময়ে তারা দু’জনে খামারে কাজ করতে গেলে অনবধানবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ফটিকছড়ি নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, হাটহাজারী এবং ফটিকছড়িতে সোমবার সন্ধ্যায় পৃথক ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক নারীসহ ২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার লেলাং ইউনিয়নের পেটান চৌধুরী বাড়িতে সোমবার সন্ধ্যায় ফুটবল আনতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কায়েস নামে এক কিশোরের মৃত্যু ঘটে। অপরদিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে আয়েশা আক্তার (৪৫) নামে এক গৃহবধূ প্রাণ হারায়। সে ওই এলাকার জনৈক সিরাজুল ইসলামের স্ত্রী। পটিয়া নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েেেছ। তার নাম মোহাম্মদ শওকত (২৪)। সে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার ছালেহ আহমদের পুত্র। মঙ্গলবার সকাল ১১টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে একটি বাড়িতে চুনকাম ও রঙের কাজ করার সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানান, রংমিস্ত্রি মোহাম্মদ শওকতসহ দুইজন উপজেলার দক্ষিণ হরিণখাইন গ্রামের ছালেহ আহমদের বাড়িতে চুনকাম ও ঘরের রঙের কাজ শুরু করে। তাদের বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুত সমিতির ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তার যায়। ওই তারে বিদ্যুতপৃষ্ট হয়ে শওকত মারা যায়।
×