ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধির সোপান ভিশন ২০৪১ ॥ পলক

প্রকাশিত: ০৬:৫৫, ১১ জুলাই ২০১৮

সমৃদ্ধির সোপান ভিশন ২০৪১ ॥ পলক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ জুলাই ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভিশন-২০৪১ এখন আর অবাস্তব কোন কল্প কথা নয়, বরং অবশ্যম্ভাবী। ভিশন-২০৪১ আমাদের সমৃদ্ধির সোপান। এই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নের শীর্ষস্থানে। প্রতিমন্ত্রী পলক মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন প্রণীত জেলার উন্নয়ন পরিকল্পনা নাটোর ভিশন-২০৪১ এর খসড়া উপস্থাপন উপলক্ষে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে উন্নয়নের পথে উদ্বুদ্ধ করে উন্নয়নের মহাপরিকল্পনা ভিশন-২০৪১ উপহার দিয়েছেন। স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে যথাক্রমে ভিশন-২০২১, এসডিজি-২০৩০ এবং ভিশন-২০৪১ মেয়াদে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। দেশের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে জেলা প্রশাসন প্রণীত নাটোর ভিশন-২০৪১ বাস্তবায়ন করা হবে। দেশের ৬৪ জেলার অনুসরণীয় ইতিবাচক দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করে নাটোর ভিশন-২০৪১ এরমধ্যে অন্তর্ভুক্ত করে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে নাটোর হবে উন্নয়নের মডেল। আমরা দেশের প্রথম জেলা হিসেবে ভিশন-২০৪১ বাস্তবায়ন করব। তবে জেলা প্রশাসন কর্তৃক প্রণীত এই উন্নয়ন পরিকল্পনার মধ্যে গ্যাস, শিক্ষা, বেকারত্ব, শ্রম ও জনশক্তি, পর্যটন, অর্থনৈতিক জোন তৈরিসহ নানা বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু, লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
×