ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে যাওয়া ৪ যাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৪, ১১ জুলাই ২০১৮

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে যাওয়া ৪ যাত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজ চার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে টানবাজার লবণ ঘাটসহ আশপাশের স্থানে লাশগুলো ভেসে ওঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে। এরা হলো- বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে ইমন (১৮), একই এলাকার কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫) ও জনি (২৩) আনোয়ার হোসেন ফালান (৪৫)। নিহতরা পোশাক কারখানায় কাজ করত। তারা রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল। এদিকে লাশ উদ্ধারের পর মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। পরে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে নয়টায় শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে মদনগঞ্জ ঘাটে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী চাপে ট্রলারটি কাত হয়ে যায় এবং ট্রলারের ছাদ ভেঙ্গে যায়। এ সময় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু রাতে নিখোঁজের কোন সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে। পর দিন সোমবার সকালে ইমন, দ্বীন ইসলাম, জনি ও ওসমান গণিসহ ৫ যাত্রী নিখোঁজ থাকার কথা জানা যায়। বরিশালে তিন মাস পর অপহৃত গৃহবধূ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রাম থেকে অপহৃত গৃহবধূ আলেয়া বেগমকে সাড়ে তিন মাস পর মুলাদী থেকে উদ্ধার করছে পুলিশ। আলেয়া বেগম ক্ষুদ্রকাঠি গ্রামের মৃত ফজলু মোল্লার স্ত্রী। বিমানবন্দর থানার ওসি সোমবার রাতে জানান, মুলাদীর কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে আলেয়া বেগমকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও জানান, গত ২২ মার্চ রাতে আলেয়া বেগম নিখোঁজ হন। এ ঘটনায় ২৩ মার্চ দুপুরে আলেয়ার পুত্র শহিদুল ইসলাম বিমানবন্দর থানায় একটি জিডি করেন। পরবর্তীতে গত ২৪ এপ্রিল নিখোঁজ আলেয়ার মেয়ে লিপি বেগম বাদী হয়ে একই এলাকার কুদ্দুস মোল্লাসহ চারজনকে আসামি করে বরিশাল আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।
×