ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৪, ১১ জুলাই ২০১৮

বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট কচুয়া ॥ কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের তৃণমূল সভায় যোগদানের পর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার ভোরে সাইনবোর্ড-কচুয়া সড়কের রাঢ়িপাড়া কাটা বটতলা এলাকা দিয়ে ভ্যানযোগে যাবার সময় ওঁৎ পেতে থাকা ৪/৫ জনের মুখোশধারী দুর্বৃত্ত গতি রোধ করে তার ওপর হামলা চালায়। তাকে বেপরোয়া কুপিয়ে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। পরে অচেতন রক্তাক্ত অবস্থায় তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কচুয়া বাজারের সকল দোকান-পাট ও যান চলাচল বন্ধ রয়েছে। বাহাদুর কচুয়া উপজেলা সদরের আবুল বাসার হাজরার ছেলে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। এ দিকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের ওপর হামলার প্রতিবাদে কচুয়া বাজার বণিক সমিতি, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভার বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সাইফুল ইসলাম, কাজী সাইদুজ্জামান, যুবলীগের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, কৃষকলীগের আহ্বায়ক শিকদার হাদিউজ্জামান হাদিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শেখ সাজ্জাদ হোসেন সুমন প্রমুখ। এ সময়ে বক্তারা হামলাকারীদের আটক হওয়ার আগ পর্যন্ত সকল দোকান-পাট, যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। হামলার পর থেকে কচুয়া বাজারের সকল দোকান-পাট ও যান চলাচল বন্ধ রয়েছে।
×