ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ ৮ পুলিশ আহত

প্রকাশিত: ০৬:৫৩, ১১ জুলাই ২০১৮

রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ ৮ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১০ জুলাই ॥ রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল হোসেন (৪০) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৩টার দিকে রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায়। ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি পিস্তল ও দুটি দেশীয় ছোরা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন । জানা গেছে, মঙ্গলবার রাত ৩টার দিকে রংপুর মহানগরীর হাজিরহাট পাগলাপীরগামী সড়কে পাশে মেজরের গলির তেলির ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা ৫ থেকে ৬ রাইন্ড রাবার বুলেট ছুড়ে। এ সময় ঘটনাস্থলেই একাধিক ডাকাতি, হত্যা ও ছিনতাই মামলার পলাতক আসামি বেলাল হোসেন নিহত হয়। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত বেলাল হোসেন উত্তম বেতার পাড়ার মৃত. ইসহাক ওরফে আতার পুত্র। রংপুর কোতোয়ালি থানার ওসি মোঃ মোখতারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বেলালের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে। বাগেরহাটে বনদস্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, পূর্ব সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক (২৬ বছর) বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়ার শৌলা নদী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শূটারগান, দুটি রামদা, ৩১ রাউন্ড বন্দুকের তাজাগুলি ও বিভিন্ন মালামাল উদ্ধার করে র‌্যাব। বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মোঃ নুরুদ্দিন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যু বাহিনীর অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। বনদস্যু বাহিনী র‌্যাবের অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা ধরে গুলি বিনিময়ের পর দস্যুরা গহীন বনে পালিয়ে যায়।
×