ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু ॥ অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৬:৫২, ১১ জুলাই ২০১৮

নওগাঁয় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু ॥ অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ জুলাই ॥ ধামইরহাটে মাদকসেবী ও সন্ত্রাসীর ছুরিকাঘাতে মশিউর রহমান বাবু (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। উত্তেজিত জনতা খুনীর বাড়িঘরে আগুন দিয়েছে। ঘাতকসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর দক্ষিণপাড়া (রিফুজিপাড়া) গ্রামের আলহাজ ফয়েজ উদ্দিনের ছেলে মশিউর রহমান বাবু (৪৮) একই গ্রামের আড়ানগর উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় যায়। এ সময় একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে রাজা মিয়া (২৫) ও তার সঙ্গীরা মশিউর রহমান বাবুর সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে রাজা মিয়া ও তার সঙ্গীরা মশিউর রহমান বাবুকে পেছন থেকে ধারালো চাকু দ্বারা পেট ও বুকে আঘাত করে। এতে বাবুর রক্তক্ষরণ শুরু হলে উপস্থিত লোকজন তাকে প্রথমে পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ সময় রাজা মিয়া ও তার সঙ্গী ইউসুফ ও মারুফ পালানোর চেষ্টাকালে জনতা তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন মশিউর রহমান বাবু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। বাবুর মৃত্যুর খবর তার নিজ গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা সন্ত্রাসী ও মাদকসেবী খুনী রাজা মিয়ার বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে পতœীতলা ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী কমল বলেন, নিহত মশিউর রহমান বাবু এলাকায় একজন ন্যায়পরায়ণ প্রতিবাদী মানুষ হিসেবে পরিচিত ছিল। খুনী ইউসুফ আলীর সঙ্গে ওই গ্রামের এক অসহায় মানুষের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। বাবু ন্যায়ের পক্ষে এবং ওই অসহায় ব্যক্তির পক্ষ অবলম্বন করায় ইউসুফ আলী তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। নিহত মশিউর রহমান বাবু আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় জড়িত আরও ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে লালখান বাজারের বাঘঘোনা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে এ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় নগর গোয়েন্দা পুলিশ। সিএমপির গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন জানান, এর আগে গ্রেফতার করা আসামির জবানবন্দীতে এই দু জনের নাম এসেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবুল ইসলাম রাজিব (২১) ও মামুনুর রশীদ রাব্বি (২০) নামের এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যায় মোট ৮ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতার অন্যরা হলো- ফয়সাল আহমেদ পাপ্পু, সালাউদ্দিন, মোক্তার, খাইরুল নুর ইসলাম ওরফে খায়ের, আমীর হোসেন ওরফে বাবু এবং রুবেল দে ওরফে চশমা রুবেল। গত বছরের ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল ছাত্রলীগ নেতা সুদীপ্তকে।
×