ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য

প্রকাশিত: ০৬:৫১, ১১ জুলাই ২০১৮

রাজশাহীতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ পরিবার পরিকল্পনা অধিদফতরের নানামুখী উদ্যোগ আর পরিকল্পিত পদ্ধতি ব্যবহারের ফলে রাজশাহী জেলায় জনসংখ্যার হার কমছে। বিগত বছরগুলোর তুলনায় এখন জেলায় পরিবার পরিকল্পনা পদ্ধতি ও সামগ্রী ব্যবহারের হারও বেড়েছে। জাতীয় লক্ষ্য পূরণের পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে রাজশাহী অন্যান্য জেলার চেয়ে এগিয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা অফিস জানায়, জেলায় প্রায় সাড়ে ২৮ লাখ জনসংখ্যা রয়েছে। এই জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৫ শতাংশ। এদের মধ্যে প্রায় ৬ লাখ দম্পতি রয়েছে যাদের প্রায় ৮৩ ভাগ দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি ও সামগ্রীগুলো ব্যবহার করছে। জেলার প্রজনন হার ১.৯। যেখানে দেশের গড় প্রজনন হার ২.৩। পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তারা জানান, জাতীয় পরিবার পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহী জেলায় অর্জন সবচেয়ে ভাল। জেলায় জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অফিসের পাশাপাশি সিটি কর্পোরেশন ও বিভিন্ন এনজিওগুলো কাজ করে যাচ্ছে। এ ছাড়া গর্ভকালীন মাতৃসেবা ও নিরাপদ প্রসবের জন্য প্রতিটি উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা দেয়া হচ্ছে। আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলোর প্রয়োগ, বিনা মূল্যের সামগ্রী বিতরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে কর্মীদের নিয়মিত প্রচারের কারণে রাজশাহীতে অন্যান্য অঞ্চলের তুলনায় সাফল্য এসেছে। পরিবার পরিকল্পনা অধিদফতর রাজশাহী উপ-পরিচালক ডাঃ নাসিমা আখতার বলেন, আগে নানা সামাজিক কুসংস্কারের কারণে আমাদের কর্মীরা কাজ করতে পারতেন না। কিন্তু এখন সেই পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। ফলে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবার পরিকল্পনা সেবা দিতে পারছি। তবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাল্যবিয়ে ও কিশোরী মাতৃত্ব। এই দুটো বিষয় কমিয়ে আনতে পারলে রাজশাহীসহ দেশব্যাপী জনসংখ্যা নিয়ন্ত্রণে সফলতা আসবে। কিন্তু এটা একার পক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতের নিয়ন্ত্রণ করা সম্ভব না। এর জন্য প্রশাসন, স্থানীয় প্রশাসনসহ সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সামাজিকভাবে জনসচেতনাও দরকার। তিনি বলেন, রাজশাহী জেলার জন্য আমাদের কিছু কর্ম পরিকল্পনা ও লক্ষ্য রয়েছে। আমরা মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় আনব, বাল্যবিয়ে ও কিশোরী মাতৃত্ব রোধকরণ, নিরাপদ মাতৃত্ব ও প্রাতিষ্ঠানিক প্রসব প্রক্রিয়া শতভাবে উন্নীতকরণ, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা এবং গ্রহীতার হার বৃদ্ধি করতে চাই। এর মধ্যে এসব লক্ষ্যে পৌঁছাতে আমরা কাজ শুরু করেছি। এ দিকে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষে বুধবার সকাল ৯টায় র‌্যালির আয়োজন করেছে রাজশাহী পরিবার পরিকল্পনা অধিদফতর। পরে সকাল ১০টায় নগরীর পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মিলনায়তনে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মোঃ নুর-উর-রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আনিসুর রহমান, জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, সিভিল সার্জন ডাঃ সঞ্জিত কুমার সাহা প্রমুখ।
×