ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক অবরোধ করে বিক্ষোভ

কালিহাতীতে আওয়ামী লীগের তিন নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৬:৫১, ১১ জুলাই ২০১৮

কালিহাতীতে আওয়ামী লীগের তিন নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ জুলাই ॥ টাঙ্গাইলের কালিহাতীতে তিন আওয়ীমী লীগ ও শ্রমিক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার সাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। আহতরা হলো- কালিহাতী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও পৌরসভা শ্রমিক লীগ নেতা রাইসুল ইসলাম রাসেল। জানা যায়, কালিহাতী উপজেলার সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরনো ঘর সম্প্রতি নিলাম পায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিন, রাশেদ ও রাসেলসহ অন্যরা। পরে তারা মঙ্গলবার সকালে সেই ঘরটি ভাঙতে গেলে তাদের বাধা দেয় অপর একটি পক্ষ। পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও পৌরসভা শ্রমিক লীগ নেতা রাইসুল ইসলাম রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন, সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরনো ঘর সম্প্রতি নিলাম পায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম আমিন। পরে তারা সেই ঘরটি ভাঙতে গেলে চাঁদার দাবি করে বাধা দেয় স্থানীয় সন্ত্রাসী শান্তসহ কয়েকজন। এক পর্যায়ে তারা আমিন, রাশেদ ও রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষোভ করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে। তিনি আরও বলেন, তিনটি দাবি জানিয়ে আমরা আজকের জন্য অবরোধ তুলে নিচ্ছি। যদি আগামীকালের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন ও এসআই মেহেদি হাসানকে ক্লোজ করা না হয় তাহলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালনসহ কঠোর কর্মসূচী পালন করা হবে। এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর সম্প্রতি নিলাম ও ভাঙ্গাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।
×