ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেড অব এশিয়ান কোস্ট গার্ড এজেন্সির ওয়াকিং লেভেলের বৈঠক শুরু

প্রকাশিত: ০৬:৩৯, ১১ জুলাই ২০১৮

হেড অব এশিয়ান কোস্ট গার্ড এজেন্সির ওয়াকিং লেভেলের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ১৪তম হেড অব এশিয়ান কোস্ট গার্ড এজেন্সির ওয়াকিং লেভেলের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সকাল দশটায় ঢাকার ওয়েস্টিন হোটেলে বৈঠক শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক চলবে। তাতে অংশ নিচ্ছে ১৮টি দেশের কোস্ট গার্ড বাহিনী। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। কোস্ট গার্ড সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অষ্ট্রেলিয়া, বাহরাইন, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপিন্স, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামের কোস্ট গার্ড, মেরিটাইম এজেন্সি এবং রিক্যাপের ৪১ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
×