ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন ॥ স্পীকার

প্রকাশিত: ০৬:৩৮, ১১ জুলাই ২০১৮

তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছাতে হবে। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে চিকিৎসকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ঢাকা মেডিক্যাল কলেজ এ্যালামনি ট্রাস্ট আয়োজিত ৭৩তম ডিএমসি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি বক্তব্য রাখেন। স্পীকার বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে একটি অনন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ প্রতিষ্ঠানের রয়েছে গৌরবোজ্জল ভূমিকা। ডিএমসি’র শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে- যা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যাতে চিকিৎসকদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণেও সক্ষম হবে। বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে স্পীকার বলেন, স্বাস্থ্যখাতের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। এ খাতে সরকারের সফলতা ধরে রাখতে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানান। ঢাকা মেডিক্যাল কলেজ এ্যালামনি ট্রাস্টের চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডাঃ টি এ চৌধুরী, জাতীয় অধ্যাপক ডাঃ শায়লা খাতুন, ডিএমসি’র অধ্যক্ষ ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডাঃ জে আর মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময়ে স্পীকার ডিএমসি’র কৃতী শিক্ষার্থী ডাঃ নুঝাত তাবাসসুম এর হাতে স্বর্ণপদক তুলে দেন।
×