ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেনদেনের জেরে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যা ॥ দুই আসামি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:৩৮, ১১ জুলাই ২০১৮

লেনদেনের জেরে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যা ॥ দুই আসামি ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষকে (৩৫) ব্যবসায়িক লেনদেনের জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ নৃশংস হত্যাকা-ের ঘটনায় পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাপাতালের মর্গে নিহত প্রবীর ঘোষের খ-িত লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে মাসদাইর শ্মশানে দাহ করা হয়েছে। লাশ নিয়ে শ্মশানে যাওয়ার সময় কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা দ্রুত হত্যার বিচার দাবি করে স্লোগান দেয়। সকাল থেকেই প্রবীর চন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহত প্রবীর চন্দ্র ঘোষের বিচ্ছিন্ন পা দুটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে গ্রেফতারকৃত দুই আসামির আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জানা গেছে, নিখোঁজের ২২ দিন পর সোমবার রাত সাড়ে ১১টায় স্বর্ণ মার্কেটের পার্শ্ববর্তী আমলাপাড়া এলাকার কেসি নাগ রোড এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডুর চার তলার সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে তিনটি বস্তায় ভর্তি অবস্থায় প্রবীর চন্দ্র ঘোষের ৫ টুকরো খ-িত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হত্যাকারী প্রবীরের ঘনিষ্ঠ বন্ধু পিন্টু দেবনাথ (৪১) স্বর্ণশিল্পের কারিগর বাপেন ভৌমিক ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ॥ মঙ্গলবার বেলা ১২টায় নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রবীর চন্দ্র ঘোষের হত্যাকা- নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক জানান, গ্রেফতারকৃত পিন্টু দেবনাথ ও স্বর্ণশিল্পের কারিগর বাপেন ভৌমিক ওরফে বাবু প্রবীর ঘোষ হত্যাকা-ের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চত হয়েছে পুলিশ। পরিবারে মাতম ॥ প্রবীর চন্দ্র ঘোষ নগরীরর বালুর মাঠ এলাকার মৃত কাদের হাজীর বাড়ি চারতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। প্রবীর ঘোষের বাসায় আত্মীয়-স্বজনের কান্নায় ওই এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। নিহতের পরিবারের সদস্যদের সান্ত¡না দিতে এসে নিজেরাই কান্নায় ভেঙ্গে পড়ছেন অনেকেই। প্রবীর চন্দ্র ঘোষের ছোট মেয়ে ঐশি ঘোষের এখনও বোঝার বয়সই হয়নি বাবা নেই।
×