ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে একদিনে ৬০ জনের বেশি জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:১১, ১১ জুলাই ২০১৮

আফগানিস্তানে একদিনে ৬০ জনের বেশি  জঙ্গী নিহত

আফগানিস্তানে সেনা অভিযানে একদিনে ৬০ জনেরও বেশি জঙ্গী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর সিনহুয়া’র। সেনা কোর ২০৯-এর মুখপাত্র হানিফ রিজাই সিনহুয়াকে জানান, আফগান বিমান বাহিনীর হেলিকপ্টারের সমর্থনে কেবলমাত্র উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের চিমতাল, ফাইজাবাদ ও চাহার বোলাক জেলায় সেনাবাহিনীর অভিযানে ১৪ তালেবান নিহত ও আরও ৮ জন আহত হয়। আহতদের মধ্যে বালখ প্রদেশের তালেবান সমর্থিত গবর্নর কুদরাত উল্লাহ রয়েছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, অভিযানে আফগান নিরাপত্তায় নিয়োজিত যৌথবাহিনী পাঁচটি গ্রাম জঙ্গীমুক্ত এবং সড়কের পাশে বেশকিছু ভূমিমাইন অপসারণ করে। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানায়, পশ্চিম ফারাহ প্রদেশের পার্চামান জেলায় বিমান বাহিনীর অভিযানে ৩১ জঙ্গী নিহত ও ১৪ জন আহত হয়। এছাড়া অভিযানে জঙ্গীদের ব্যবহৃত তিনটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল গুড়িয়ে দেয়। অপর এক অভিযানে উরুজগণ প্রদেশের রাজধানী তিরিন কোট এবং দিরাউদ জেলায় ১১ জঙ্গী নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানানো হয়। গজনি প্রদেশের পূর্বাঞ্চলে মুগুর এবং আন্দর জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষে ৪ জঙ্গী নিহত ও ছয়জন আহত হয়েছে।
×