ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এরদোগানের জামাতা নতুন অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৬:১১, ১১ জুলাই ২০১৮

এরদোগানের জামাতা নতুন অর্থমন্ত্রী

বিপুল নির্বাহী ক্ষমতা নিয়ে আরও পাঁচ বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরু করেছেন রিসেপ তাইপ এরদোগান। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এরদোগান নিজের জামাতা বেরাক আলবাইরাককে তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তুরস্কের পার্লামেন্ট ভবনে শপথ নেয়ার পর রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবনে উপস্থিত আন্তর্জাতিক নেতা ও কয়েক হাজার অতিথিদের সামনে ভাষণ দেন এরদোগান। ভাষণে ৬৪ বছর বয়সী এ নেতা বলেন, আমরা, তুর্কি হিসেবে ও তুরস্কের লোক হিসেবে আজ থেকে নতুনভাবে শুরু করছি। আমরা ওই পদ্ধতিকে পেছনে ফেলে এসেছি যা অতীতে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করে আমাদের দেশের অনেক ক্ষতি করেছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের জয়ের মধ্য দিয়ে তুরস্কের ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এসেছে। পার্লামেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা থেকে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর দফতর বিলুপ্ত করা হয়েছে। এক বছর আগে বিতর্কিত একটি গণভোটের মাধ্যমে এ পরিবর্তনের অনুমোদন আগেই নিয়ে রাখা হয়েছিল।-ওয়েবসাইট ফ্রান্স-সৌদি আরব সামরিক চুক্তি সই সৌদি আরব ও ফ্রান্স দুই দেশের মধ্যে বিশেষ তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে একটি সামরিক চুক্তিতে সই করেছে। ইয়েমেনের ওপর সৌদি আরবের অভিযানে সমর্থন দেয়ার জন্য ফ্রান্স যখন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে তখন এ চুক্তি স্বাক্ষরিত হলো। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফরাসী প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জেদ্দায় এ চুক্তিতে সই করেছেন বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ সোমবার এ খবর দিয়েছে। -ওয়েবসাইট
×