ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য যুদ্ধ এড়াতে বিনিয়োগ সীমাবদ্ধ খাত কমিয়েছে চীন

প্রকাশিত: ০৬:০৮, ১১ জুলাই ২০১৮

বাণিজ্য যুদ্ধ এড়াতে বিনিয়োগ সীমাবদ্ধ খাত কমিয়েছে চীন

সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ এড়াতে এবং বিশ্ব বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বিদেশী বিনিয়োগের সীমাবদ্ধ খাত ৬৩ থেকে কমিয়ে ৪৮ এ নামিয়েছে চীন। নতুন তালিকায় গাড়ি, কৃষি ও খনিজ শিল্পে বিনিয়োগ সীমাবদ্ধতা তুলে নেয়া হয়। ব্যাংকে বিদেশী বিনিয়োগের সীমাও তুলে দেয়া হয়েছে। ১৪০ কোটি মানুষের দেশ চীন। যে কোন দেশের পণ্যের বড় বাজার এটি। তবে নিজেদের শিল্প সম্প্রসারণ ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিদেশী বিনিয়োগ সীমাবদ্ধ রাখে চীন। অবশেষে পরিবর্তন হচ্ছে দেশটির বিনিয়োগ নীতি। বিদেশী বিনিয়োগের নেতিবাচক তালিকা ছোট করেছে চীন সরকার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্গ ব্রেন্ডে বলেন, গত কয়েক মাসে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ী নেতারা। যা তাদের পণ্যের বাজার সম্প্রসারণে ভূমিকা রেখেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×