ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গত অর্থবছরে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা ছাড়

প্রকাশিত: ০৬:০৮, ১১ জুলাই ২০১৮

গত অর্থবছরে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা ছাড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের নানা উন্নয়ন প্রকল্পে গেল অর্থবছরের মে মাস পর্যন্ত পাওয়া গেছে ৪৬৯ কোটি ডলারের বেশি বিদেশী সহায়তা। যা আগের বছরের চেয়ে ২৭২ কোটি ডলার বেশি। ছাড় হওয়া অর্থের বেশিরভাগই এসেছে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, নজর দিতে হবে পাইপলাইনের অর্থ আদায়েও। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ চলছে জোরেশোরেই। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও নেয়া হচ্ছে নানা উদ্যোগ। যা বাস্তবায়নে সরকারী অর্থায়নের পাশাপাশি আসছে বিদেশী সহযোগিতাও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি বলছে, গেল অর্থবছরের প্রথম ১১ মাসে বিদেশী ঋণ ও অনুদান এসেছে ৪৬৯ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি ২৭২ কোটি ডলার। আর এর বড় অংশই এসেছে বাস্তবায়নাধীন নানা মেগাপ্রকল্পে। যদিও অর্থবছরের পুরো সময় বিদেশী অর্থ পাওয়ার লক্ষ্য ধরা হয়েছিল ৬৩১ কোটি ১০ লাখ ডলার।
×