ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনায় সংশোধনী

প্রকাশিত: ০৬:০৬, ১১ জুলাই ২০১৮

৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনায় সংশোধনী

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরবর্তী ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনায় সংশোধনী এনেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫০তম নিয়মিত সভায় এই পরিবর্তন অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএনের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন ব্যাংক ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×