ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব

সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষে

প্রকাশিত: ০৫:৪১, ১১ জুলাই ২০১৮

সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষে

স্টাফ রিপোর্টার ॥ অক্টোবর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশন হিজড়া জনগোষ্ঠীকে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে সচিব বলেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় বিষয়টি থাকছে না। যেহেতু বিদ্যমান ভোটার তালিকায় তারা পুরুষ অথবা নারী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত আছেন, তাই এই মুহূর্তে আমরা তাদের আলাদা করব না। তবে কেউ যদি আবেদন করেন তাকে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে আগামী বছর যখন ভোটার তালিকা হালনাগাদ করা হবে তখন থেকে তাদেরকে সরাসরি ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশন সচিব বলেন, তফসিলের আগেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। যাতে নির্দিষ্ট সময়ে আমরা কাজ শুরু করতে পারি। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশের ৩শ’ সংসদীয় আসনের ভোটার তালিকা সিডি আকারে প্রস্তুতের জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেজন্য তার আগেই আসনভিত্তিক ভোটার তালিকা করার জন্য মাঠ পর্যায়ের সকলকে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনের আগে আর ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেয়া হবে না উল্লেখ করে সচিব জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে না। তবে এখনও কেউ নিজে এসে ভোটার হতে চাইলে তাকে ভোটার করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। হেলালুদ্দীন আহমেদ বলেন, নির্দিষ্ট সময়েই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর মধ্যে আনসার সদস্যরা থাকেন। নির্বাচনের আগের দিন থেকে তাদের তিন দিনের জন্য নিয়োগ করা হয়। তাই তাদের দায়িত্ব সম্পর্কে সঠিক দিকনির্দেশনার জন্য দুই দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশন সচিব জানান, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১০টি এবং সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এ ছাড়া আগামী ২৫ জুলাই কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে তিনটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। আগামী বছর থেকে ১ মার্চ জাঁকজমকভাবে ভোটার দিবস পালন করা হবে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, দিবসটি উদ্যাপনের জন্য বিভাগ, জেলা এবং উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি দিবসটি পালনের সকল প্রস্তুতি নেবেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
×