ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রাবন্তীর আবেদন

প্রকাশিত: ০৭:৩৯, ১০ জুলাই ২০১৮

শ্রাবন্তীর আবেদন

স্টাফ রিপোর্টার ॥ অভিনেত্রী শ্রাবন্তীর সংসারে ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে। গেল বছরের শেষদিকে যখন শ্রাবন্তী হঠাৎ দেশে ফিরে আসেন সন্তানদের নিয়ে তখন থেকেই শোনা যাচ্ছিল স্বামীর সঙ্গে টানাপোড়েন চলছে তার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। শ্রাবন্তী নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাকে তালাকের আইনী নোটিস পাঠিয়েছেন তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম। এই খবর প্রকাশের পর থেকেই বিস্ময় প্রকাশ করছেন শোবিজের মানুষেরা। স্বামীর বিরুদ্ধে শ্রাবন্তীর আনা পরকীয়ার অভিযোগটিও আসছে আলোচনায়। এদিকে সংসার করার আকুতি প্রকাশ করে অভিনেত্রী শ্রাবন্তী রবিবার রাতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সত্য মিথ্যা অনেক কথা আসবে, কিন্তু একজন মা আর একজন মানুষ হিসেবে আমার একটাই চাওয়া আমার সঙ্গে আমার সন্তানদের সঙ্গে কোন অন্যায় না হোক। আমার বাচ্চারা ব্রোকেন ফ্যামিলিতে বড় না হোক, এর রেজাল্ট কখনই ভাল হয় না। ভুল আমারও আছে, খোরশেদ আলমেরও আছে, তাই বলে ডিভোর্স করে আলম বাচ্চাদের সঙ্গে আমার সঙ্গে এমন অন্যায় করতে পারে না। তাকে হুমকি দেয়া হচ্ছে দাবি করে শ্রাবন্তী লেখেন, ‘আমাকে হুমকি দেয়া হচ্ছে আমার বিরুদ্ধে মানহানি মামলা করবে। আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলবে, সংসার ভাঙবে আর আমি তা মেনে নিয়ে চুপ করে থাকব তাই না? খোরশেদ আলম আমার সব জেনেশুনে আমাকে বিয়ে করেছিলেন। আর ৭ বছর পর তা নিয়ে আমাকে ব্লেম করে যাবে তা মানা যায় না। সবকিছুর আগে আমি একজন মা, আলম একজন বাবা-এটা আমাদের ভুলে যাওয়া উচিত না। বাচ্চাদের কোন দোষ নেই। ওদের মাকেও প্রয়োজন, বাবাকেও প্রয়োজন। ওরা অলরেডি সিক। সো প্লিজ সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন সুস্থ থাকতে পারে। ওরা মা-বাবা দুজনকেই যেন কাছে পায়’। তিনি আরও লেখেন, ‘একজন শিক্ষক হয়ে এমন অন্যায় যেন আলম আমাদের সঙ্গে না করে। সেই মহিলা নিজেও সংসার মনোযোগ দিয়ে করুক আমাকে উল্টা হুমকি না দিয়ে। ওপরে আল্লাহ আছেন। সবকিছু সুন্দরভাবে হোক। আমার বাচ্চাদের সঙ্গে অন্যায় না হোক এটাই আমার চাওয়া। আলম সুন্দরভাবে অন্যায় না করে অনেস্টলি সবকিছু থেকে সরে আসুক। নিজের ফ্যামিলি রক্ষা করুক একজন শিক্ষক হয়ে, এটা চাই’। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাংবাদিক ভাই ও বোনেরা কেউ ভুল নিউজ করবেন না। আমি যা বলার এখানেই বলে দিলাম। পারলে আমার সংসারটাকে রক্ষা করতে সাহায্য করুন। আমি এখনও জোর গলায় বলতে চাই আমার সঙ্গে আর আমার বাচ্চাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এই জাতি যেন অন্যায়কে সমর্থন না করে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই কারণ তিনিও একজন নারী, তিনিও একজন মা। তিনিও নিশ্চয় চাইবেন না একজন মা ও তার বাচ্চাদের সঙ্গে অন্যায় হোক। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ’।
×