ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সুলতান’ চলচ্চিত্রের মুক্তি পেছাল

প্রকাশিত: ০৭:৩৭, ১০ জুলাই ২০১৮

‘সুলতান’ চলচ্চিত্রের মুক্তি পেছাল

স্টাফ রিপোর্টার ॥ যৌথ প্রযোজনার নিয়মে পরিবর্তন আসায় এবার রোজার ঈদে মুক্তির অনুমতি পায়নি ‘সুলতান দ্য সেভিয়র’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রে কলকাতার জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিন্হা মিম। বেশ দ্রুতই শেষ হয়েছিল চলচ্চিত্রের কাজ। শোনা গিয়েছিল, সাফটা চুক্তিতেই বাংলাদেশে ঈদে মুক্তি পাবে ‘সুলতান’। কিন্তু হাইকোর্টের এক রায়ে সেই আশাতে গুড়ে বালি পড়ে যায়। অবশেষে ঈদের পর চলচ্চিত্রটির আমদানিকারক বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিল ৬ জুলাই মুক্তি পাবে ‘সুলতান’। তবে সেটিও সম্ভব হয়নি। মুক্তি পায়নি চলচ্চিত্রটি। ফলে চলচ্চিত্রের নায়িকা মিমের অপেক্ষাটা আরও দীর্ঘ হলো এ চলচ্চিত্রের জন্য। খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রণালয় থেকে মৌখিক অনুমতি নিলেও এ সপ্তাহে মুক্তির বিষয়ে এখনও কোন চিঠি পায়নি প্রতিষ্ঠানটি। যার ফলে আপাতত মুক্তি দিতে পারছে এ চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ‘সুলতান’ চলচ্চিত্রের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও বাংলাদেশের বিদ্যা সিন্হা মিম। এছাড়াও রয়েছে কলকাতার প্রিয়াঙ্কা সরকার, বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।
×