ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলোচনায় নাটক ‘মেন্টাল ফেমিলি’

প্রকাশিত: ০৭:৩৭, ১০ জুলাই ২০১৮

আলোচনায় নাটক ‘মেন্টাল ফেমিলি’

স্টাফ রিপোর্টার ॥ গত ঈদ-উল-ফিতরে টেলিভিশনে বেশ কিছু ভাল নাটক প্রচার হয়েছে। এর মধ্যে দর্শক গ্রহণ যোগ্যতা ও আলোচনায় অনেকটাই এগিয়ে রয়েছে দীপু হাজরা পরিচালিত ‘মেন্টাল ফেমিলি’। টেলিভিশন দর্শক মূল্যায়নের একক-টিআরপিতে দেখা যায় প্রায় ৩৫০-৪০০ ঈদের নাটকের মধ্যে ‘মেন্টাল ফেমিলি’র অবস্থান ৯ম। অন্যদিকে ইউটিউব পর্যালোচনা করে দেখা যায় খুব কম সময়ে অর্থাৎ ২ সপ্তাহ যেতে না যেতেই নাটকটির ভিউয়ার্স দাঁড়িয়েছে প্রায় ৫২ লাখ। যা এই ঈদে প্রচার হওয়া নাটকগুলোর দর্শক সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। ‘মেন্টাল ফেমিলি’ নাটকের বক্তব্যে তুলে ধরা হয়েছে আমাদের পরিবারের মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে তার আর তেমন কোন মূল্যায়ন বা গ্রহণ যোগ্যতা থাকে না। আর যদি বাবা কিংবা মা’র মৃত্যু হয় তাহলে তো আরও না। প্রায় সবার পরিবারে ঘটে যাওয়া এমন একটি বিষয় নাটকের খুব সাবলীল এবং নান্দনিকভাবে উপস্থাপন করায় নাটকটি জনপ্রিয় হয়েছে বলে মনে করেছেন অনেক দর্শক। এ প্রসঙ্গে নাট্যকার বৃন্দাবন দাস বলেন, আমি যখন নাটক লিখি প্রতিটি নাটকই আমার কাছে সন্তানের মতো, চেষ্টা থাকে যেন সব নাটকই ভাল হয়। কোন নাটক দর্শক কেমন ভাবে নেবে সেটা বলা মুশকিল, তবে ‘মেন্টাল ফেমিলি’র বিষয়ে আমি বেশ আশাবাদী ছিলাম। আর তার মূল্যায়নও পেলাম। দর্শকের এত এত মন্তব্য দেখে খুব ভাল লাগছে। নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, বৃন্দাবন দাস দাদার লেখা নাটক পাওয়ার জন্য অধীর আগ্রহে এক বছর অপেক্ষা করি। দাদার লেখা মানে আমার পূর্ণ ঈদের আনন্দ। আর সেই আনন্দ আরও রাঙ্গিয়ে তুললো ‘মেন্টাল ফেমিলি’। ধন্যবাদ বৃন্দাবন দাদা, ধন্যবাদ চঞ্চল দা, খুশি আপা, আ খ ম হাসান, মিলিসহ সকল শিল্পী ও কলাকুশলীদের। যাদের পরিশ্রমে একটি ‘মেন্টাল ফেমিলি’ তৈরি হয়েছে।
×