ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শ্মশানে লাশ সৎকারে বাধা হামলায় আহত ২

প্রকাশিত: ০৭:৩০, ১০ জুলাই ২০১৮

ঠাকুরগাঁওয়ে শ্মশানে লাশ সৎকারে বাধা হামলায় আহত ২

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ জুলাই ॥ ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ানের হাটপুকুর গ্রামে সোমবার শ্মশানঘাটে লাশ সৎকারে বাধা দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সৎকারে বাধা দেয়ার অপরাধে আবু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউপির রাজাদীঘি গ্রামের বিলখা বর্মণ রবিবার রাতে মারা যায়। পরিবারের লোকজন সোমবার দুপুর ১২টায় তার লাশ নিয়ে সৎকারের জন্য নিয়ে যায় হাটপুকুর শ্মশানঘাটে। এ সময় আবুহুর নামে এক ব্যক্তি ওই শ্মশানে লাশ সৎকারে বাধা দেয়। এমনকি মৃতদেহ সৎকারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরও মৃতদেহটি নিয়ে টানা হেঁচড়া করে। এতে লাশ সৎকারে বাধা প্রদান করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হরিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোতালেব হোসেনের ছেলে আবুহুরকে তৎক্ষণাৎ গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সন্ত্রাসীদের হামলায় আহত হয় রমেত ও সমেত। হাটপুকুর শ্মশান ঘাটের সাধারণ সম্পাদক বিদেশী রায় জানান, এই শ্মশানে মোট ২.২৭ একর জমি ছিল। আমাদের বাপ-দাদারা আমাদের জন্মের পূর্ব থেকে লাশ সৎকার করে আসছে। গত ২/৩ বছর থেকে এই ভূমিদস্যুরা আমাদের ওপর হামলাসহ শ্মশানটির অধিকাংশ জমি গ্রাস করে ফেলেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগকে জানানো হলে তিনি পুলিশ ও গ্রাম পুলিশ পাঠায় ঘটনা নিয়ন্ত্রণের জন্য। মৃত্যের লোকজন পুলিশের উপস্থিতিতে লাশ সৎকারের কাজ শুরু করলে আবুহুর ও তার লোকজন আবারো সৎকারে বাধা দেয়। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে মৃত ব্যক্তির দুই ছেলে রমেশ, সমেশ গুরুতর আহত হয়। এ সময় পুলিশ লাশ সৎকারে বাধাদানকারী আবুহুরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত আবুহুর হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
×