ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওরিয়েন্টাল ব্যাংকের পাঁচ কর্মকর্তার কারাদণ্ড

প্রকাশিত: ০৭:২৯, ১০ জুলাই ২০১৮

ওরিয়েন্টাল ব্যাংকের পাঁচ কর্মকর্তার কারাদণ্ড

বিডিনিউজ ॥ একযুগ আগে ৯৫ লাখ টাকা আত্মসাতের এক মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম সোমবার এই রায় দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, পাঁচ আসামির মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোঃ হারুনকে সাত বছরের কারাদ- দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের ২৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেয়া হয়েছে। আর ওই ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম এবং এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুর রহমানকে পাঁচ বছরের কারাদ- দেন বিচারক। পাশাপাশি তাদের প্রত্যেককে ১৫ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক বছর করে জেল খাটতে হবে। আসামিদের মধ্যে কেবল এনামুল হক রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক বলে জানান জাহাঙ্গীর। ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষদিকে সঙ্কটে পড়ে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। ২০০৯ সালে মালিকানা হাতবদলে ব্যাংকটির নতুন নাম হয় আইসিবি ইসলামী ব্যাংক। ওরিয়েন্টাল ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে এই ব্যাংক। ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাত করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিভিন্ন থানায় মোট ৩৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সোমবার যে মামলার রায় হলো, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর সেটি দায়ের করেন দুদকের তখনকার সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) এসএমএম আখতার হামিদ। তদন্ত শেষে দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম ২০১৪ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। সেখানে বলা হয়, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মেসার্স সুপার মেটাল ওয়ার্কস নামের এক ভুয়া প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার নামে ব্যাংকের ৯৫ লাখ টাকা আত্মসাত করেন। ওরিয়েন্টাল ব্যাংকের অর্থ আত্মসাতের মামলাগুলোর মধ্যে চারটি মামলার রায়ে গত এপ্রিলে পঁচ কর্মকর্তাকে ৬৮ বছরের কারাদ- দেয় আদালত। তার আগে ২০১৫ সালের আগস্টে সাতজনকে যাবজ্জীবন কারাদ-, ওই বছর এপ্রিলে সাতজনকে ১০ বছর করে কারাদ- এবং২০১৪ সালের আগস্টে সাতজনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়।
×