ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৬, ১০ জুলাই ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোন্টি? (ক) ১৫৭৫-১৮৫৭সাল (খ) ১৭৮১-১৮৫৭সাল (গ) ১৭৫৭-১৯৪৭সাল (ঘ) ১৮৫৭-১৯৫৭সাল। ২। সোনারগাঁও এর পানাম নগরটি ছিল- (র) সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল (রর) ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ (ররর) চওড়া পথের ধারে নিরাপত্তার জন্য রক্ষিত পরিখা সমৃদ্ধ। নিচের কোন্টি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর (ঘ) র, রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আমজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে একটি ভবন পরিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয়। ৩। আজাদ সাহেব শিক্ষর্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? (ক) বাংলা একাডেমি (খ) জাতীয় গ্রন্থাগার (গ) শিল্পকলা একাডেমি (ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর । ৪। আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেয়ার কারণ হলো- (র) জমিদারদের নিত্যব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন (রর) ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো (ররর) বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। নিচের কোন্টি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ৫। কোন্টিকে উত্তরা গণভবন বলে? (ক) নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ (খ) কাঞ্চননগর (গ) পানামনগর (ঘ) শশীলজ। ৬। জাতীয় মন্দির কোনটি? (ক) রমনা কালীমন্দির (খ) রামকৃষ্ণ মিশন (গ) ঢাকেশ্বরী মন্দির (ঘ) কান্তজির মন্দির । ৭। কোন্ নগরের অধিবাসীরা প্রাসাদের চারপাশে পরিখা খনন করেছিল? (ক) পানাম নগর (খ) রূপ নগর (গ) কাঞ্চন নগর (ঘ) চট্টগ্রাম। ৮। ঢাকার পুরানো গির্জা কোনটি? (ক) আর্মেনিয়ান গির্জা (খ) যোসেফ গির্জা (গ) হলিক্রস গির্জা (ঘ) সেন্ট টমাস এ্যাংলিকান গির্জা। ৯। ভিক্টোরিয়া পার্কের অপর নাম- (ক) রমনা পার্ক (খ) আন্টঘর ময়দান (গ) কার্জন হল (ঘ) পল্টন ময়দান। ১০। ময়মনসিংহ যাদুঘর সম্পর্কে যথার্থ- (র) ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ (রর) প্রতœ নিদর্শন দেখতে পারি (ররর) প্রতœতত্ত্ব বিভাগ এটি পরিচালনা করে। নিচের কোন্টি সঠিক (ক) র (খ) রও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। উত্তর ঃ ১(গ), ২(খ), ৩(ঘ), ৪(গ), ৫(ক), ৬(গ), ৭(ক), ৮(ক), ৯(খ), ১০(ঘ)।
×