ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৬:৩৫, ১০ জুলাই ২০১৮

বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মতিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত ৩টার দিকে উপজেলার বলিয়াডাইং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও তিনটি হাঁসুয়া জব্দ করেছে পুলিশ। আব্দুল মতিন উপজেলার বলিয়াডাইং গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গভীর রাতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল বলিয়াডাইং গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মতিন পায়ে গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে মতিনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। বরিশালে প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী পৌর সদরের চরগাধাতলী মহল্লার সার্বজনীন শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে (কালীমন্দির) রবিবার রাতে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে সোমবার সকালে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, রবিবার রাত সাতটার দিকে পুরোহিত শঙ্কর চক্রবর্তী পূজা অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে বাড়ি ফিরে যান। রাতের আঁধারে দুবৃর্ত্তরা মন্দিরের পেছনের টিন কেটে ভিতরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে পুরোহিত মন্দিরে প্রবেশ করে দেখতে পান কালী প্রতিমার মাথা ভাঙ্গা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
×