ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানায় কর্মবিরতি

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জুলাই ২০১৮

গাজীপুরে পোশাক কারখানায় কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পোশাক কারখানার শ্রমিকরা উৎপাদন মজুরি (পিস রেট) বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সোমবার কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে। কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় রোজ সুয়েটার লিমিটেড, ইউনিট-২ নামের পোশাক কারখানার নিটিং, টিফিন মেন্ডিং ও লিংকিং সেকশনের শ্রমিকরা সোয়েটারের উৎপাদনের উপর ভিত্তি করে বেতন পেয়ে থাকে। গত দুইমাস আগে মালের উৎপাদন দর যা দেয়া হতো বর্তমানে তার অর্ধেক দর দেয়া হয়। ফলে আমরা বেতন প্রায় অর্ধেক পাচ্ছি। আগে প্রোডাকশন বোনাস শতকরা ২০টাকা দেয়া হলেও বর্তমানে শতকরা ১২/১৫টাকা করে দেয়া হয়। হাজিরা বোনাস ৫টাকার স্থলে অর্ধেকে নামিয়ে দেয়া হয়েছে। প্রতিদিন হাজিরা দেয়া হয় তিনশ টাকা। এছাড়াও গত মাস থেকে প্রতিদিন বিকেল ৫টার পর থেকে অতিরিক্ত দুই ঘণ্টা করে কাজ করতে হচ্ছে। কিন্তু সে ক্ষেত্রেও শ্রমিকদের ঠকানো হচ্ছে। বেরোবির ২ কর্মচারী সাময়িক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৯ জুলাই ॥ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। বরখাস্তকৃতরা হলেন, নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শরীফ হোসাইন পাটোয়ারী এবং প্রকৌশল দফতরের কম্পিউটার অপারেটর মোঃ রাকিবুল ইসলাম শ্যামল। প্রকৌশল দফতর থেকে ইস্যু করা এক অফিস আদেশে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ মুখতার ইলাহী হল এর নাম লিখতে গিয়ে বানান ভুল করায় সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাদেরকে বরখাস্তের বিষয়ে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন, সহকারী প্রক্টর মোঃ আতিউর রহমান এবং মোঃ ছদরুল ইসলাম সরকার। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
×