ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে পুলিশের ভুয়া সার্জেন্ট গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জুলাই ২০১৮

না’গঞ্জে পুলিশের ভুয়া সার্জেন্ট গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া থেকে আব্দুর রহমান রুবেল (৫০) নামে এক ভুয়া সার্জেন্টকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার বেলা ২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকা (বালুর মাঠ) থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময়ে তার কাছে থেকে পুলিশের কয়েকটি কেস স্লিপ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, গ্রেফতারকৃত আব্দুর রহমান রুবেল নিজেকে সার্জেন্ট পরিচয় দিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় (বালুর মাঠ) বিভিন্ন পরিবহন থেকে কেস স্লিপ দিয়ে টাকা উত্তোলন করছিল। এ সময় ওই এলাকায় ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া কেস স্লিপ উদ্ধার করা হয়েছে। চার দিন পর যশোরে ইজিবাইক চলাচল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অবশেষে ৪ দিন পর শর্তসাপেক্ষে ইজিবাইক ও অটোরিক্সা চলাচলের অনুমতি দিল যশোর জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার দুপুরে জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সমন্বয় কমিটির সভায় সার্বিক বিষয় বিবেচনা করে এ অনুমতি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শওকত হুসাইন, বিআরটিএ যশোর সার্কেল অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মোঃ মোরসালিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ আরটিএ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। সভা শেষে কালেক্টরেট চত্বরে সমবেত হওয়া উল্লেখযোগ্য সংখ্যক চালকদের উদ্দেশে সভার সিদ্ধান্ত জানিয়ে দেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল। তিনি বলেন, যশোর শহরে চলাচলের জন্য পৌরসভা কর্তৃপক্ষ ২৭শ’ ইজিবাইকের লাইসেন্স প্রদান করেছে। লাইসেন্সপ্রাপ্তরা আপাতত শহরে চলাচল করতে পারবে। এখন থেকে লাইসেন্স ছাড়া কোন ইজিবাইক শহরে চলাচল করতে পারবে না।
×