ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়া পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৩, ১০ জুলাই ২০১৮

পটিয়া পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৯ জুলাই ॥ প্রথম শ্রেণীর পটিয়া পৌরসভার প্রায় ৮২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ আনুষ্ঠনিকভাবে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে ১০ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার ও উন্নয়ন খাতে ৭০ কোটি ৭০ লাখ টাকাসহ মোট ৮১ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা দেখানো হয়েছে। রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার এবং রাজস্ব উদ্বৃত্ত ৫ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার। উন্নয়ন খাতে এডিপি ৭ কোটি ৩০ লাখ, রাজস্ব খাতে ৫ কোটি ৫০ লাখ, বিভিন্ন প্রকল্পে ৭ কোটি ৩০ লাখ, এমজিএসপি ৫০ কোটি ৯০ লাখ টাকা দেখা হয়েছে। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবু ছৈয়দ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এমএ মান্নান, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার, ফেরদৌস বেগম, পটিয়া পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদ, পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী আযম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপ.সহ. প্রকৌশলী শাহজাহান, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, জনসেবা ট্রাস্টের নির্বাহী মোহাম্মদ শাহজাহান, আ’লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ। ফটিকছড়ি নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করেছেন পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন। রবিবার বিকেলে পৌর মিলনায়তনে এক সমাবেশে তিনি ১৬ কোটি টাকার বাজেট পেশ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম, শিক্ষাবিদ ইসমাইল হোসেন ভা-ারী, আওয়ামী লীগ নেতা মাওলানা ইউসুফ, বণিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস, আবদুর রহীম এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
×