ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ফসলি জমিতে ইটভাঁটি বন্ধের দাবি

প্রকাশিত: ০৬:৩৩, ১০ জুলাই ২০১৮

নওগাঁয় ফসলি জমিতে ইটভাঁটি বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জুলাই ॥ মহাদেবপুরে ফসলি জমিতে ইটভাঁটি বন্ধের দাবিতে আবাদি জমিতে দাঁড়িয়েই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করলেন এলাকার কৃষক ও কৃষাণীরা। সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে উপজেলার স্বরূপপুর গ্রামের আনুমানিক দেড় শতাধিক সাধারণ কৃষক ও কিষাণী অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, আমাদেরকে না জানিয়েই নওগাঁ সদর উপজেলার প্রতাপদহ গ্রামের মুনছুর আলীর ছেলে মানিক উদ্দীন স্বরূপপুর গ্রামের মৃত কুরানুর ছেলে মঞ্জুর আবাদি ৪ বিঘা জমি বার্ষিক লিজ নিয়ে ইটভাঁটি নির্মাণের কাজ শুরু করেছেন। গ্রামবাসী অভিযোগ করেন, ইটভাঁটি নির্মাণের শুরুতেই আমরা আমাদের আবাদি জমির ফসল রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়ে এলেও ইটভাঁটির মালিক কোন তোয়াক্কা না করেই ভাঁটি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের তিন ফসলি জমিতে ইটভাঁটি নির্মাণ করতে দেব না। স্বরূপপুর গ্রামের মৃত বিষু ম-লের ছেলে মিলন হোসেন ও মৃত আজিজারের ছেলে মোশারফ হোসেন মানববন্ধন চলাকালে অভিযোগ করে বলেন, ইটভাঁটি মালিক আমাদের সঙ্গে কোন কথা না বলেই আমাদের জমিতে ইটভাঁটি তৈরির কাজ শুরু করেছেন। একই সময় স্বরূপপুর গ্রামের আফছার আলী ম-লের ছেলে ভুট্টু জানান, ওই ইটভাঁটি মালিক আমাকে এক প্রকার হুমকি দিয়েই বলেছেন, নবনির্মিত ইটভাঁটির সঙ্গে লাগানো আমার তিন ফসলি ৫ বিঘা জমিও তিনি লিজ নেবেন।
×