ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে স্কুলের ছাদ ধসে পাঁচ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৬:৩৩, ১০ জুলাই ২০১৮

রংপুরে স্কুলের ছাদ ধসে পাঁচ শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৯ জুলাই ॥ রংপুর মহানগরীর মুন্সিপাড়ার মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন একটি ভবনের ছাদের একটি অংশ ধসে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার বারোটার দিকে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন নাহার জানান, সোমবার বেলা সাড়ে বারোটার দিকে অর্ধবার্ষিক পরীক্ষার শারীরিক শিক্ষা পরীক্ষা চলছিল। দায়িত্বরত শিক্ষিকা একেক জন করে কক্ষে প্রবেশ করে পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষা শেষের দিকে হঠাৎ করে ছাদের একটি অংশ ধসে পড়ে। সেখানে মাত্র ৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। ধসে পড়া ৫ জনই একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। এদের মধ্যে জেসমিন আক্তার ও শাহানা আক্তার মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, বিদ্যালয়টির ভবনের ছাদের রডের টে¤পার নষ্ট হয়ে যাওয়ার পরেও সেখানে সিমেন্ট দিয়ে মেরামত করা হয়েছিল। যার ফলে ছাদের প্রায় ৮০-১০০ বর্গফুট আয়তনের একটি অংশ ধসে পড়ে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের রংপুর অফিসের সহকারী প্রকৌশলী শাহজাহান আলী জানান, ১৯৯৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদফতর একতলা বিশিষ্ট এ ভবনটি তৈরি করে। এত তাড়াতাড়ি এ ছাদ ধসে পড়ার কথা নয়। সম্ভাবত ছাদের ওপর গাছের পাতা পড়ে ছাদ ভিজা থাকত। ভিজা থাকার কারণে ছাদের টেম্পার নষ্ট হয়েছে বলে ধারণা করছেন। তিনি আরও জানান, গত বছর জেলা পরিষদের কাছে এক লাখ টাকা অনুদান নিয়ে আমাদেরকে না জানিয়ে স্কুল ম্যানেজিং কমিটি নিজেরাই ছাদটি মেরামত করেছে। ম্যানেজিং কমিটির দায়িত্বহীনতাই এ দুর্ঘটনার জন্য দায়ী বলে তিনি দাবি করেন। তবে, শিক্ষা প্রকৌশল অধিদফতর নিম্নমানের কাজ করেছে কী না তিনি সে প্রশ্ন কৌশলে এড়িয়ে যান। সকল ছাত্রী একসঙ্গে ক্লাসে থাকলে অনেক হতাহত হতো।
×