ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ২

প্রকাশিত: ০৬:৩২, ১০ জুলাই ২০১৮

গোবিন্দগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ জুলাই ॥ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা নামক স্থানে সোমবার দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছে। ওই ঘটনায় দুই বাসের আরও ২০ যাত্রী আহত হয়েছে। নিহতদের মধ্যে চালক জাহিদুল ইসলাম (৬০) বগুড়ার বৃন্দাবন পাড়ার মৃত মহির উদ্দিনের এবং যাত্রী মাহফুজার রহমান (৪৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার জোয়ারি গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। জানা গেছে, গাইবান্ধা থেকে সোমা পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। এ সময় বগুড়া থেকে আসা রংপুরগামী আগমন এন্টারপ্রাইজের অপর একটি যাত্রীবাহী বাস কালিতলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারালে ওই দু’বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই আগমন এন্টারপ্রাইজের চালক জাহিদুল ইসলামসহ যাত্রী মাহফুজার রহমান নিহত হয়। বাঁশখালীতে ৩ যাত্রী নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের শেখেরখীল রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। চট্টগ্রাম শহর থেকে চকরিয়ামুখী একটি ট্রাক শেখেরখীল চেয়ারম্যান ঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে নিহত হয় ট্রাকের চালক এবং এক মোটরবাইক আরোহী। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসা এই ট্রাকটিকে ওভারটেক করেছিল একটি মোটরসাইকেল। দুর্ঘটনা এড়াতে ট্রাকটি ব্রেক কষলে তা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। এ সময় ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান নুর হোসেন (৩০)। তিনি বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ছমদ আলী শিকদার বাড়ির মৃত মোতাহের ইসলামের পুত্র। নিহত আরেকজন হলেন বরিশাল জেলার মুলাদী থানার হোসনাবাগ এলাকার গাছুয়া ইউনিয়নের মৃত শাহ আলম খানের পুত্র আব্দুল লতিফ খান (৪৫)। অপর একজনের মৃত্যু হয় হাসপাতালে। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। গাজীপুরে ট্রাক চালক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ট্রাকের চালক নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতের নাম রিপন (৩৫)। সে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার বানডোবা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে আশিক পরিবহনের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নেত্রকোনা যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে ট্রাক চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক রিপন নিহত এবং ২০ আরোহী আহত হয়। ঈশ্বরদীতে চালক স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, সোমবার দুপুরে ঈশ্বরদী- বাঘা সড়কের আরামবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় আশরাফুল ইসলাম খোকন (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
×