ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে চাঁদা না দেয়ায় নির্মাণ শ্রমিককে হাতুড়ি পেটা

প্রকাশিত: ০৬:৩১, ১০ জুলাই ২০১৮

পঞ্চগড়ে চাঁদা না দেয়ায় নির্মাণ শ্রমিককে হাতুড়ি পেটা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ এবার নির্মাণ শ্রমিককে হাতুড়ি দিয়ে পেটানোর বিচার দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-বোদ পাকা সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। উল্লেখ্য ৭ জুলাই আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের সময় আবু সাঈদ, ইমরানসহ স্থানীয় কয়েকজন চাঁদাবাজ আনোয়ার হোসেনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করে ওই নির্মাণ শ্রমিক ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে বললে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা আনোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ চাঁদাবাজদের আটক না করায় ক্ষুব্ধ শ্রমজীবী মানুষ শ্রমিক ঐক্যের ব্যানারে মানববন্ধন করে অবিলম্বে চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানানো হয়।
×