ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে ২ মাসেও স্কুলছাত্রের সন্ধান মেলেনি

প্রকাশিত: ০৬:৩০, ১০ জুলাই ২০১৮

রংপুরে ২ মাসেও স্কুলছাত্রের সন্ধান মেলেনি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৯ জুলাই ॥ রংপুরের কাউনিয়া উপজেলায় আব্দুস ছালাম (১৭) নামের এক স্কুল ছাত্র ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। আজও তার সন্ধান মেলেনি। দিন যতই গড়াচ্ছে পিতা-মাতার আশঙ্কা ততই বাড়ছে। সে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে ও হলদীবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, গত ৪ মে রাত সাড়ে ১০টার দিকে আব্দুস ছালাম বাড়ি থেকে রাস্তায় বের হয়। রাত গভীর হলেও সে আর বাড়ি ফিরেনি। এরপর পরিবারের লোকজন তাঁকে আত্মীয় স্বজনের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও তার কোন সন্ধান পায়নি। এ ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রের পিতা আকবর আলী গত ১৮ জুন ২০১৮ইং কাউনিয়া থানায় একটি জিডি করেছেন। জিডিতে বলা হয়, স্কুল ছাত্র ছালামের গায়ের রং শ্যামলা, উচ্চতা পাঁচ ফুটের বেশি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও নীল-কালো রঙের শার্ট। দুই কানে ছিদ্র আছে। আকবর আলী জানান তার ছেলে গতবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে ফেল করে। এবার সে পরীক্ষায় অংশ করে এবং রেজাল্ট বের হওয়ার দুই দিন আগে নিখোঁজ হয়ে যায়। কাউনিয়া থানার ওসি মামুন অর রশিদ জানান, নিখোঁজ বার্তা দেশের সব থানায় পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
×