ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এজেন্ট ব্যাংকিংয়ের ফাঁদে পড়ে যুবক সর্বস্বান্ত

প্রকাশিত: ০৬:২৯, ১০ জুলাই ২০১৮

এজেন্ট ব্যাংকিংয়ের ফাঁদে পড়ে যুবক সর্বস্বান্ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জুলাই ॥ স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় আউটলেট শাখার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে দিশেহারা জীবনযাপন করছেন নওগাঁর মোঃ ওয়াজেদ আলী নামে এক যুবক উদ্যোক্তা। যে কোন মুহূর্তে স্ত্রী ও একমাত্র শিশু সন্তান নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়ার চিন্তায় এখন মগ্ন তিনি। রবিবার নওগাঁ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এমনই আকুতি জানালেন সর্বস্বান্ত যুবকটি। ডিপ্লোমা ইঞ্জনিয়ার উক্ত ওয়াজেদ আলী নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের মোঃ ছবেদ আলীর পুত্র। ইন্টারনেটে বিজ্ঞপ্তি দেখে স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় আউটলেট ব্র্যাঞ্চ খোলার জন্য আবেদন করেন। সেই অনুযায়ী ওই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব এজেন্ট ব্যাংকিং এএফ জামাল উদ্দিনের সঙ্গে দেখা করে কথা বলেন। তিনি তাকে এই শাখা খোলার পরামর্শ দিয়ে বলেন, এটি করলে তার আর কোন চাকরির দরকার হবে না। প্রতিমাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা এমনিতেই আয় হবে। তার কথামত তিনি এই প্রক্রিয়া শুরু করেন। সাপাহার উপজেলা সদরে এই ব্যাংকিং শাখা চেয়ে চাহিদামত কাগজপত্র জমা দেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগে এলাকায় কয়েকদফা অডিটের মাধ্যমে অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর অবস্থান নিরূপণ করে। এতে এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব বলে প্রতীয়মান হয়। উক্ত ওয়াজেদ আলীর ব্যক্তিগত এবং পারিবারিক অবস্থান সম্পর্কে পুলিশী তদন্ত সম্পন্ন হয়। সবকিছু সন্তোষজনক হওয়ায় তাকে সাপাহার উপজেলা সদরে জিরো পয়েন্ট, জয়পুর ব্র্যাঞ্চ নামে এই এজেন্ট শাখা খোলার অনুমোদন প্রদান করা হয়। ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং এএফ জামাল উদ্দিন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মোতালেব হোসেন স্বাক্ষরিত এসবিএল/এবিডি/এইচও/এজেন্ট-২১/২০১৭/১৬৫তারিখ ২ অক্টোবর ২০১৭ মোতাবেক উক্ত ওয়াজেদ আলীর অনুকূলে এজেন্ট ব্যাংকিং শাখা খোলার অনুমোদনসহ নিয়োগ প্রদান করা হয়।
×