ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ব্যবসায়ীর ২৭ লাখ টাকা লোপাট!

প্রকাশিত: ০৬:২৯, ১০ জুলাই ২০১৮

নেত্রকোনায় ব্যবসায়ীর ২৭ লাখ টাকা লোপাট!

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৯ জুলাই ॥ জেলা শহরের আখড়া মোড় এলাকা থেকে এক ব্যবসায়ীর ব্যাগভর্তি ২৭ লাখ টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। জেলা শহরের মোক্তারপাড়া এলাকার ধান-চাল ব্যবসায়ী সেলিম আহমেদ জানান, চলমান ধান-চাল সংগ্রহ অভিযান উপলক্ষে তিনি সদর উপজেলার বর্ণি গ্রামের ফড়িয়া দালাল জামাল উদ্দিনের মাধ্যমে বিভিন্ন চালকল মালিকদের কাছ থেকে বিপুল পরিমাণ চাল কিনেন। রবিবার বিকেলে জামাল উদ্দিনের কাছে ২৯ লাখ টাকা দিয়ে চালকল মালিকদের পাওনা পরিশোধের জন্য পাঠান তিনি (সেলিম আহমেদ)। এর মধ্যে ২ লাখ টাকা জামাল উদ্দিন নিজ পকেটে রাখেন। আর বাকি টাকা একটি ব্যাগে রাখেন। ব্যাগভর্তি ২৭ লাখ টাকা নিয়ে জামাল উদ্দিন শহরের আখড়া মোড় এলাকার খুচরা চাল ব্যবসায়ী সুনীল সরকারের দোকানে যান এবং তার দোকানে ব্যাগটি রেখে কিছুক্ষণের জন্য বাইরে যান। এর কিছুক্ষণ পর দোকান মালিক সুনীল সরকারও বাইরে যান পানি আনতে। পানি নিয়ে এসে দেখেন দোকান থেকে টাকার ব্যাগটি উধাও। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাবাদ করে। কিন্তু সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকার হদিস মেলেনি।
×