ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাঘারপাড়া পৌরসভার টেন্ডার জালিয়াতি ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৭, ১০ জুলাই ২০১৮

বাঘারপাড়া পৌরসভার টেন্ডার জালিয়াতি ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে সোমবার বিকেলে বাঘারপাড়া সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় ঠিকাদার আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, রিয়াদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, বাঘারপাড়া পৌরসভার দুই কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার হয়েছে। কোন নিয়ম না মেনেই বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান উক্ত টেন্ডার আহ্বান করেছেন। টেন্ডার আহ্বানের আগে নিয়ম অনুযায়ী টেন্ডার কমিটির একটি সভা হওয়ার কথা থাকলেও মেয়র কামরুজ্জামান তা মানেননি। তিনি টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ গোপন রাখার জন্য অপ্রচলিত প্রত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তিনি কোন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করিয়েছেন তা পৌর সভার প্রকৌশলীও জানেন না। আমরা জানতে পেরেছি, টেন্ডার সিডিউল ক্রয়ের শেষ তারিখ ছিল ০১/০৭/২০১৮। এর আগ পর্যন্ত তিনি অতি কৌশলে বিষয়টি গোপন রাখেন।
×