ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক অব্যাহত

প্রকাশিত: ০৬:২৬, ১০ জুলাই ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। ১২তম দিনে আসামি আব্দুর রহিমের পক্ষে তার আইনজীবী মোঃ আহসান সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার ও কাল বুধবার আবারও আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এ পর্যন্ত ৩৮ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ করা হয়েছে। সোমবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৯৪তম দিন। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান ও এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। অপরদিকে আসামিপক্ষে আবদুস সোবহান তরফদারসহ বিভিন্ন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়। আসামিপক্ষে সাক্ষীদের জেরা করেছে। সেপটিক ট্যাঙ্কে নেমে দুই সহোদরসহ ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ জুলাই ॥ সোমবার দুপুরে টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কির কাঠ-বাঁশ উঠাতে গিয়ে দুই আপন ভাইসহ তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলোÑ দুই সহোদর ভাই আতিক (২৫) ও শাহিন (২৮), পিতার নাম শহিদুল্লাহ, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কালাদহ গ্রামে তাদের বাড়ি। অপর জন হচ্ছেÑ ফারুক (২২), পিতার নাম জহিরুল। তার বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার নাজিরগাঁও গ্রামে। ইউসুফ হাওলাদরের বাড়িতে এ ঘটনা ঘটে। টঙ্গী মডেল থানার এসআই আশরাফুল হাসান জানান, প্রথমে আতিক নামের এক শ্রমিক সেপটিক ট্যাঙ্কটি পরিষ্কার করতে নামে, দীর্ঘ সময় ধরে ওই শ্রমিক ট্যাঙ্ক থেকে বের হয়ে না আসায় ফারুক নামে আরেক শ্রমিক ট্যাঙ্কে নামে। দীর্ঘ সময় ট্যাঙ্ক থেকে ওই দুইজনও বের হয়ে না আসায় আতিকের ভাই শাহিন তাদের খোঁজে ট্যাঙ্কিতে নামে। স্থানীয়রা দীর্ঘ সময় তাদের কোন সাড়া শব্দ না পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়।
×