ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় নিশ্চিত করার আহ্বান ডেপুটি স্পীকারের

প্রকাশিত: ০৬:২৫, ১০ জুলাই ২০১৮

শিশুদের জন্য বরাদ্দকৃত  অর্থ ব্যয় নিশ্চিত করার আহ্বান ডেপুটি স্পীকারের

সংসদ রিপোর্টার ॥ শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেছেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া। তিনি শিশুদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বাজেটের সুষম ব্যয় নিশ্চিত করারও আহ্বান জানান। সোমবার জাতীয় সংসদ ভবনে আইপিডি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ শিশু অধিকার পরিস্থিতি : অবস্থার উত্তরণে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশা’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, নাজমুল হক প্রধান, মোঃ মাহবুব আলী, মোঃ ইয়াসিন আলী, উম্মে কুলসুম স্মৃতি, কাজী রোজী, শামছুল আলম দুদু, কামরুন্নাহার চৌধুরী ও নাভানা আক্তারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু অধিকার ফোরামের আবদুল্লাহ আল মামুন । সভায় ডেপুটি স্পীকার বলেন, শিশু অধিকার বিষয়ে একটি শিশু অধিদফতর গঠন করা প্রয়োজন। শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর মমতার কারণেই সরকার বাংলাদেশে শিশু বাজেট দিয়েছে। এর আগে কোন সরকার এ ধরনের বাজেট বরাদ্দ দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুদের কল্যাণে সবসময় উদারতার পরিচয় দিচ্ছেন। ফজলে রাব্বী মিয়া বলেন, সব ধরনের শিশুদের সুরক্ষায় জাতীয় শিশু সুরক্ষা ফ্রেম ওয়ার্ক প্রণয়ন, শিশু সুরক্ষার জন্য রাজনৈতিক কাজে ব্যবহার নিষিদ্ধ এবং বেসরকারী সংগঠন ও মিডিয়ার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া জনগণের সঙ্গে শিশু সুরক্ষার বিষয়ে আলোচনা ও পরামর্শ দেয়া এবং শিশু অধিকার সুরক্ষায় সংসদে ও সংসদের বাইরে তাদের ভূমিকা আরও জোরদার করতে হবে। আর সেটা করা হলে শিশুদের জন্য নিরাপদ ও অধিকারপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
×