ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবাসে নারী কর্মীরা অনেক ভাল আছে

প্রকাশিত: ০৬:২৪, ১০ জুলাই ২০১৮

প্রবাসে নারী কর্মীরা অনেক ভাল আছে

সংসদ রিপোর্টার ॥ প্রবাসী নারীকর্মীরা অনেক ভাল আছেন দাবি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, সৌদি আরবের পরিবেশ, খাদ্যাভ্যাস, ভাষাগত সমস্যাসহ বিভিন্ন কারণে অনেক সময় নারী কর্মীরা ফেরত আসতে বাধ্য হয়। অনেকে ফেরত আসেন। তবে যারা ফেরত আসছে তারা আবার যেতে চায়। তবে আমাদের প্রবাসী নারী কর্মীরা অনেক ভাল আছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের ৭১ বিধিতে আনীত নোটিসের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রমজান মাসে সৌদি সরকারের জাকাত তহবিলের সহায়তায় নারী কর্মীরা দেশে ফেরত আসার সুযোগ পেয়ে থাকে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ১৪-১৫ মার্চ সৌদি আরবের রিয়াদে উভয় দেশের ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ কমিটির বৈঠকে অনুষ্ঠিত হয়। এ ছাড়া পরবর্তী বৈঠকের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আমরা দালাল বা মধ্যস্বত্বভোগীদের দূরত্ব লাঘবে নানাবিধ জনসচেতনাতমূলক কর্মকা- বাস্তবায়ন করছি। আমরা বিভিন্ন জেলায় সভা-সেমিনার ও লিফলেট বিতরণ করছি। তাছাড়া গৃহ কর্মপেশায় বিদেশী নারী কর্মীদের বয়স ৩৫-৩৮ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া নারীকর্মীদের কমপক্ষে তৃতীয় শ্রেণী পাস বাধ্যতামূলক করা হয়েছে যেন তারা নাম মোবাইল নম্বর লিখতে ও পড়তে পারে। তাছাড়া যে দেশে যাবে সেই দেশে যাওয়ার পূর্বে ওই দেশের ভাষা, কৃষ্টি, কালচার, গৃহকর্মের বিস্তৃত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, নারীকর্মীদের প্রশিক্ষণের জন্য আগামী ১৫ জুলাই পাঁচটি বিভাগের টিটিসিতে ২ মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। অন্যদিকে গৃহকর্ম পেশায় বিদেশ ফেরত নারী কর্মীদের প্রশিক্ষক হিসেবেও নিয়োগ দেয়া হচ্ছে। আমরা নারী শ্রমিক প্রেরণের ক্ষেত্রে সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছি।
×