ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কসবায় নতুন দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা

প্রকাশিত: ০৬:২২, ১০ জুলাই ২০১৮

কসবায় নতুন দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। সাইসমিক সার্ভের ওপর ভিত্তি করে অনুসন্ধান কাজ চলছে। অনুসন্ধানকারীরা বলছেন, কূপ দুটির খনন শেষ হবে চলতি মাসে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্যাস পাবার সম্ভাবনা উজ্জ্বল। প্রতিনিয়ত বাড়ছে গ্যাসের চাহিদা। সে কারণেই নতুন নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান চালাচ্ছে বাপেক্স। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সালদায় সম্পূর্ণ নতুন দুটি গ্যাস কূপের খনন কাজ চলছে। বিশেষজ্ঞরা আশা করছেন, ভূপৃষ্ঠের আড়াই থেকে সাড়ে তিন হাজার মিটার নিচেই মিলবে গ্যাস। এরইমধ্যে কসবা-১ কূপের ২ হাজার ৬৫ মিটার এবং সালদা নর্থ কূপের ১১শ’ ৬৪ মিটার খননকাজ সম্পন্ন হয়েছে। জুলাইয়ে খনন কাজ শেষ হবার কথা রয়েছে। অনুসন্ধানে জড়িতরা বলছেন, এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ভাল ফল মিলেছে। এই দুটি কূপে দুই থেকে আড়াইশ’ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে কূপ দুটির খনন ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা। রিজার্ভ চুরির ঘটনা নিয়ে ফিলিপিন্স আদালতে বাংলাদেশের সাক্ষ্য প্রদান অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় হ্যাকিংয়ের বিষয়ে ফিলিপিন্সের আদালতে সাক্ষ্য প্রদান করেছে সিআইডির আইটি বিশেষজ্ঞ। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম ফোনের মাধ্যমে জানান, ‘মানি লন্ডারিংয়ের একটা মামলা ছিল। এন্টি মানিলন্ডারিং কমিশনে। সেখানে সাক্ষ্য দেয়ার জন্য আমাদের আইটি এক্সপার্টকে তারা ডেকেছিল। হ্যাক হয়েছিল কিনা জানার জন্য এবং আমাদের আইটি এক্সপার্ট বলেছে এটি হ্যাক হয়েছিল।
×