ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আদায়ে দাম বাড়ছে পণ্যের

প্রকাশিত: ০৬:২২, ১০ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আদায়ে দাম বাড়ছে পণ্যের

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক মাসের বেশি সময় ধরে স্টিল ও এ্যালুমিনিয়াম আমদানিতে অতিরিক্ত শুল্ক আদায় করছে যুক্তরাষ্ট্্র। দেশটির ভোক্তা পর্যায়েও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বেড়েছে গাড়ি ও অনেক আমদানি পণ্যের দামও। অতিরিক্ত শুল্কারোপের কারণে প্রতিবেশী রাষ্ট্র ও বাণিজ্য অংশীদারদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের অবনতি হচ্ছে। ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যও উল্লেখযোগ্য হারে কমছে। গেল ১ জুন থেকে স্টিল ও এ্যালুমিনিয়াম আমদানিতে অতিরিক্ত শুল্ক আদায় করছে যুক্তরাষ্ট্র। ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কমেছে। দেশটির ভোক্তা পর্যায়েও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপ ও আদায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুসরণ করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্কারোপের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ও বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন তিনি। অতিরিক্ত শুল্ক বসানোর কারণে যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের দাম বাড়ছে। ফলে ব্যয় বাড়ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের। তবে এতে প্রতিবেশী ও বাণিজ্য প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না, জানান অর্থনীতিবিদরা।
×