ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

প্রকাশিত: ০৬:২১, ১০ জুলাই ২০১৮

কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষেত নষ্ট হওয়ায় কাঁচামরিচের উৎপাদন এবার কম হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বাজারে কাঁচামরিচের দাম বেশি। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকলেও সম্প্রতি বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। গত সোমবার (২ জুলাই) থেকে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়। শনিবার পর্যন্ত চার কার্যদিবসে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ৭৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। আর হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা মরিচ ৮০ থেকে ৮৫ টাকা দরে খুচরা বিক্রি হচ্ছে। আর দেশি কাঁচামরিচ ৯০ থেকে ১শ’ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব কাঁচামরিচ ১শ’ ২০ টাকা থেকে ১শ’ ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও বাবলুর রহমান জানান, হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়ালে মরিচের দাম আরও কমবে। এই দুই ব্যবসায়ী আরও জানান, কাঁচামরিচ আমদানিতে প্রতি কেজিতে সরকারকেই শুল্ক দিতে হচ্ছে ২০ টাকার মতো। শুল্ক কিছুটা কমানো হলে ব্যবসায়ীদের যেমন সুবিধা হতো তেমনি দেশের মানুষ আরও কম দামে কাঁচামরিচ কিনতে পারত। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সম্প্রতি দেশের বাজারে কাঁচামরিচের দাম বেশি হওয়ায় ৬/৭ মাস পরে আবারও বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু করা হয়েছে।
×