ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কোন ব্যবসায় ই-বিআইএন বাধ্যতামূলক

প্রকাশিত: ০৬:২১, ১০ জুলাই ২০১৮

যে কোন ব্যবসায় ই-বিআইএন বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ী এবং ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রনিক্যালি জেনারেটেড বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ই-বিআইএন বাধ্যতামূলক করেছে এনবিআর। বিশ্লেষকদের অভিমত, এ পদ্ধতির সঠিক বাস্তবায়ন হলে করের আওতা ও জিডিপি অনুপাত বাড়ার পাশাপাশি বাড়বে কাজের স্বচ্ছতা। এছাড়াও নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রেও এটি হবে একটি ইতিবাচক উদ্যোগ। কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১২ সালে প্রণয়ন করা হয় নতুন ভ্যাট আইন। তবে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের আন্দোলন ও দাবির মুখে এর বাস্তবায়ন মুখ থুবড়ে পড়ে। ২০১৬-১৭ অর্থবছরে সরকার ঘোষণা দেয় ২০১৯-২০ অর্থবছর থেকে বাস্তবায়ন হবে এই আইন। সে পথেই এবার একধাপ এগোল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় কাগজ কলমের পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে এখন থেকে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে ইলেকট্রনিক্যালি জেনারেটেড বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ই-বিআইন। ১১ সংখ্যার পরিবর্তে অনলাইন এই বিআইএন করা হয়েছে নয় সংখ্যার। যদিও এর আগে পুরনো পদ্ধতির বিআইএন এর মেয়াদ বাড়ানো হয় তিন দফা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির অভিমত, এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্বচ্ছতার পাশাপাশি বাড়বে করের আওতা। তবে তা নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর। এরই মধ্যে আমদানি-রফতানি, টেন্ডার, ব্যাংক ঋণ নেয়া এবং পণ্য সরবরাহসহ বেশকিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যবহার করছেন বিআইএন।
×