ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে জনতা ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৬:১৯, ১০ জুলাই ২০১৮

৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে জনতা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৮৯ টাকা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানি আগামী ৪ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। স্থান ও সময় পরবর্তিতে বিনিয়োগকারীদের জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই। -অর্থনৈতিক রিপোর্টার আজিজ পাইপের নতুন লাইনে পরীক্ষামূলক উৎপাদন শুরু শেয়ারবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপসের নতুন লাইনে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ভারত থেকে নতুন প্রডাকশন লাইনের জন্য মেশিন কিনেছে। যা সোমবার কোম্পানির ফ্যাক্টরিতে ইনস্টল করা হয়েছে এবং পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরির আজিজ পাইপসের শেয়ার দর রবিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৫৪.৬০ টাকায়। যা ১ মাস আগেও ছিল ১৭৪ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×