ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১

প্রকাশিত: ০৬:১৭, ১০ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অঙ্গরাজ্যে রবিবার একটি বাড়ির ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছে। এতে বাড়ির একটি অংশে ফাটল ও আগুন ধরে যায়। খবর এএফপির। মার্কিন নৌঘাঁটির আটলান্টিক বহরের আবাসস্থল নরফকের কাছাকাছি ভার্জিনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের উইলিয়ামসবার্গে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভার্জিনিয়া পুলিশের বরাত দিয়ে ডেইলি প্রেস পত্রিকা জানায়, আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ায় কমপক্ষে একজনের প্রাণহানি ঘটে। সমুদ্রে টহল জোরদারে বোয়িং কিনছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ শ’ ৬০ কোটি ডলার ব্যয়ে নৌবাহিনীর জন্য পি-৮এ মডেলের চারটি বোয়িং কিনতে যাচ্ছে। খবর এএফপির। প্রতিরক্ষা মন্ত্রী রন মার্ক বলেন, নৌটহলের কাজে ১৯৬০ সাল থেকে ব্যবহৃত পুরনো ছয়টি পি-৩ ওরিয়নস্ বিমান বদলিয়ে নতুন এসব বিমান সংযুক্ত হবে। তিনি বলেন, বোয়িংগুলো কেনার মাধ্যমে নিউজিল্যান্ড আকাশ পথে স্বাধীনভাবে বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার করতে পারবে। বর্তমানে নিউজিল্যান্ড সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালনা করছে।
×