ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উদ্ধার হওয়া থাই কিশোরদের বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ ফিফার

প্রকাশিত: ০৬:১৬, ১০ জুলাই ২০১৮

উদ্ধার হওয়া থাই কিশোরদের বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ ফিফার

থাইল্যান্ডের গুহায় আটকেপড়া কিশোর ফুটবল দল ও তাদের কোচকে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে রাশিয়ায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ৫ জুলাই থাইল্যান্ড ফুটবল এ্যাসোসিয়েশনকে লেখা এক চিঠিতে ফিফা প্রেসিডেন্ট এই আমন্ত্রণ জানান। খবর ওয়েবসাইটের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফার আমন্ত্রণের খবর ও চিঠি প্রকাশের পর বিপজ্জনক এই উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরিদেরও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার সুযোগ করে দিতে ফিফা প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন অনেকে। নিয়মিত প্রশিক্ষণ শেষে এক কিশোরের জন্মদিন উদযাপন করতে ১২ জনের ফুটবল দল ও তাদের কোচ গত ২৩ জুন উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় প্রবেশ করে। ভারী বৃষ্টিপাতের কারণে গুহায় পানি ঢুকে পড়লে দলটি সেখানে আটকে পড়ে যায়। পরদিন থেকেই তাদের খোঁজে গুহায় অভিযান শুরু হয়। দশদিনের মাথায় দুই ব্রিটিশ ডুবুরি গুহার মুখ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে দলটিকে খুঁজে পায়। দলের সদস্যদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। কিশোর দলটিকে খুঁজে পাওয়া গেলেও গুহায় অন্তত দুইটি অংশ অত্যন্ত সংকীর্ণ এবং পানি দিয়ে সম্পূর্ণ ভরে থাকায় উদ্ধার অভিযান খুবই বিপদজনক হয়ে পড়ে। কিশোরদের কেউ কেউ আছে যারা সাঁতারও জানে না। এদিকে বৃষ্টিপাতের কারণে গুহায় পানি বাড়তে থাকায় উদ্ধার কাজ বিঘিœত হতে থাকে। নানাভাবে চেষ্টার পর শেষ পর্যন্ত রবিবার ছয় কিশোরকে বের করে আনতে সক্ষম হয় ডুবুরিরা। সোমবার নতুন করে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় ১৫ দিন ধরে দেশী-বিদেশী হাজারের বেশি ডুবুরি গুহায় উদ্ধার অভিযান চালিয়েছে। এরই মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার অভিযান যোগ দেয়া থাই নৌবাহিনীর সাবেক এক ডুবুরি মারা গেছেন। রবিবারের বিপদজনক উদ্ধার অভিযানে দেশী-বিদেশী মিলিয়ে মোট ৯০ জন ডুবুরি অংশ নিয়েছেন।
×