ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিড়ালের জন্য সুইমিং পুল

প্রকাশিত: ০৬:০১, ১০ জুলাই ২০১৮

বিড়ালের জন্য সুইমিং পুল

শিরোনাম দেখে চোখ ছানাবড়া হওয়ারই কথা। বাস্তবতা কিন্তু তা-ই। শৌখিন এক ধরনের বিড়ালের জন্য একটি-দুটি নয়, তিন তিনটি স্পেশাল সুইমিং পুল তৈরি করা হয়েছে। তুরস্কে এসব সুইমিং পুল বানানো হয়েছে। তুরস্কের সুপরিচিত ‘ভ্যান ক্যাটদের’ জন্য সম্প্রতি এই সুইমিং পুল তৈরি করা হয়েছে। জন্মগতভাবে এই বিড়ালগুলোর পানির সঙ্গে সখ্যতা একটু বেশি। এজন্য এদেরকে ‘সুইমিং ক্যাট’ও বলা হয়। তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে সুইমিং পুলে এখন সাঁতার কেটে বেড়াচ্ছে ভ্যান ক্যাট পরিবারের সদস্যরা। দেখতে সাদা এই বিড়ালগুলোর একটি চোখ নীল আর অন্য চোখটি সবুজ, হলুদ অথবা বাদামি রঙের হয়ে থাকে। লেক ভ্যানের কাছে গেলেই এসব বিড়ালের দেখা মেলে। ওই লেকের লোনা পানিতে সাঁতার কেটে বেড়ায় বিড়ালগুলো। তুরস্কে এটি এ ধরনের সবচেয়ে বড় প্রাকৃতিক লেক। এসব সুইমিং পুল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ভ্যান শহরের মেয়র মুরাত যোরলোগুলু। তিনি বলেন, আমি জীবনে অনেক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছি। তবে বিড়ালের জন্য সুইমিং পুল উদ্বোধনী অনুষ্ঠানে এবারই প্রথম। ভ্যান ইউজুনকুয়েইল ইউনিভার্সিটির ভ্যান ক্যাট রিসার্চ সেন্টারের ম্যানেজার অধ্যাপক আবদুল্লাহ কায়া বলেন, তিনটি সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। নর, মাদী এবং বাচ্চা- প্রত্যেকের জন্য আলাদা আলাদা তিনটি পুল নির্মাণ করা হয়েছে। একজন ব্যবসায়ীর দেয়া অনুদানের টাকায় এগুলো নির্মাণ করা হয়। -ওয়েবসাইট
×