ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

নেত্রকোনার খলিলসহ ৪ রাজাকারের বিরুদ্ধে সাক্ষীর জবানবন্দী

প্রকাশিত: ০৬:০০, ১০ জুলাই ২০১৮

নেত্রকোনার খলিলসহ ৪ রাজাকারের বিরুদ্ধে সাক্ষীর জবানবন্দী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরের খলিলুর রহমানসহ চার রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী মোঃ নেছার আহম্মেদ জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে তিনি বলেন, একাত্তরের ২৯ অক্টোবর আসামিগণ রাজাকার ও পাকিস্তানী আর্মি নিয়ে আমার দাদা মমরুজ আলীর বাড়িতে আসে। বাড়িতে আসার পর তারা আমার চাচা ফাজিল উদ্দিনসহ ৬ জনকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। এবং বাড়ি ঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। আটককৃতদের মধ্যে আমার দাদা ও চাচাসহ ৫ জনকে কাটাখালী নদীর পাড়ে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। একজন পালিয়ে যায়। সাক্ষীর জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন। মামলার পরবর্তী সাক্ষীর জন্য ৬ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত ও আসামিপক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম।
×